নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদ𓃲ুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে ন্যাশনা🌊ল পিপলস পার্টি (এনপিপি)।
বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৫টা ৩৫ মিনিটে দলটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গ𓃲ভবনে প্রবেশ করে।
এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর💛 নেতৃত্🥀বে সাত সদস্যের প্রতিনিধিদলে মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মন্ডলসহ আরও পাঁচ সদস্য রয়েছেন।
এর আগে নতুন নির্⛄বাচন কমিশ🍌ন গঠনের লক্ষ্যে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি।
এ পর্যন্ত ২০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। চলমান সংলাপের অংশ হিꦇসেবে আজ যোগ দেয় এন🅠পিপি।
আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে বর্তমান নির💫্বাচন কমিশনের মেয়াদ। 🌊;